বিশ্বকর্মা পুজা কেনো প্রতিবছর এক দিনে হয় ? Why Viswakarma Puja celebrated on 17th September every year?

বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর সবথেকে বড় পার্বণ হল দুর্গাপুজো । এই দূর্গাপুজোর আমেজটা শুরু হয়ে যায়  বিশ্বকর্মা পুজো থেকে । বিশ্বকর্মা পুজার কয়েকদিন পর ই দুর্গাপুজো হয়ে থাকে। এই বিশ্বকর্মা পুজো যে শুধুমাত্র বাঙালি দের মধ্যে হয়ে থাকে তা নয় । 17 সেপ্টেম্বর দেশের প্রায় সব রাজ্যেই দৈবিক কারিগর রুপে বিশ্বকর্মার পুজা হয়

বিশ্বকর্মার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋক বেদে। এতে বিশ্বকর্মা কে স্বয়ম্ভু নামেও অভিহিত করা হয়েছে। ভারত ছাড়াও নেপালে বিশ্বকর্মার পুজা করা হয়ে থাকে।  কথিত আছে রাবন এর স্বর্ণলঙ্কা, পুরীর জগন্নাথ মন্দির ও গুজরাটে অবস্থিত দ্বারকা শহর বিশ্বকর্মা দ্বারা নির্মিত ।
অন্ধ্রপ্রদেশের মাছলিপট্টম এ সবচেয়ে প্রাচীন বিশ্বকর্মার মন্দির আছে।

অনেকের মনেই প্রশ্ন আসবে  হিন্দুশাস্ত্রে সমস্ত পুজাবিধি চন্দ্র ও তারকার অবস্থান অনুযায়ী হয় কিন্তু  বিশ্বকর্মা পুজা  তেমন কিছু হয় না একটি নির্দিষ্ট দিনে হয় প্রতিবছর তা কেন?


এর কারন হলো বিশ্বকর্মা পুজার দিন স্থির হয় সূর্যের গতিপথ কে গননা করে। বাঙালি ক্যালেন্ডার বা পঞ্জিকা মূলত  দুটি মতবাদের ওপর তৈরি একটি সূর্যসিদ্ধান্ত অপরটি বিশুদ্ধসিদ্ধান্ত । এই দুটিই মোটামুটি  এক রকম।
বিশ্বকর্মা পুজো বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসের শেষ দিনে হয় এটিকে ভাদ্র সংক্রান্তি ও বলা হয়ে থাকে । সূর্য  যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে যায় ।
পঞ্জিকা ছাপানোর প্রেস গুপ্তা প্রেস এর মতে' ১৩৯ বছর ধরে যে সূর্যসিদ্ধান্ত মেনে চলা হচ্ছে  তা অনুযায়ী বিশ্বকর্মা পুজোর আগে পাঁচ মাসে ১৫৬ দিন থাকে একটি বাংলা ক্যালেন্ডার এ। কিছু বৎসর  এই পাঁচমাসে একটি দিন কম-বেশি থাকে কারন বাংলা মাস ২৯- ৩২ দিন এর ভিতর আনাগোনা করে । এই সময়  একমাত্র  বিশ্বকর্মা পুজো নির্দিষ্ট দিনে অর্থাত ১৮ ঐ সেপ্টেম্বর হয়ে থাকে ।

No comments

Theme images by luoman. Powered by Blogger.