ট্রাফিক সিগন্যাল এর কিছু ইতিহাস History of Traffic Signal
ট্রাফিক সিগন্যাল
১৮৬৮ সালে লন্ডনে পৃথিবীর প্রথম ট্রাফিক সিগন্যালটি বসানো হয়েছিলো। এটি আবিষ্কার করেছিলেন জন পিক নাইট। তিনি ছিলেন রেলের ইঞ্জিনিয়ার । ট্রাফিক সিগন্যাল টি একটি উঁচু থামের উপর বসানো থাকতো এতে ব্যবহার করা হত বিশেষ ধরনের লাল এবং সবুজ লণ্ঠন। লাল রঙের অর্থ ছিল গাড়ি থামাও সবুজ রঙের অর্থ ছিল সতর্ক হও। আলো গুলি জ্বলতো গ্যাস এর সাহায্যে। থামের নীচে আটকানো থাকতো একটি লিভার , সেই লিভারের সাহায্যে লণ্ঠনটিকে এদিক ওদিক ঘোরানো হত। লিভার চালনা করার জন্য একজন পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছিলো । শুধুমাত্র বাতি দেখতে অনেক লোক এসে ভীড় করতো ।
এক বছরের বেশি এই বাতি ব্যাবহার করা গেল না কারণ ১৮৬৯ সাল নাগাদ এই ট্রাফিক বাতিতে বিস্ফোরন হয়েছিলো । ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণকারী অফিসার এতে গুরুতর আহত হন । তবে জন পিক নাইটের এই আবিষ্কার নিঃসন্দেহে রাস্তায় জানজট নিয়ন্ত্রণের নতুন দিশা দেখিয়েছিলো ।
এর পরবর্তী কালে লন্ডনের বিভিন্ন দিকে এবং আমেরিকার রাস্তাতেও সিগন্যাল ব্যবস্থা চালু করা হয় । ওহিও শহরে ট্রাফিক সিগন্যাল ছিল বেশ অভিনব। সিগন্যালের বাতির উপর সাদা রঙে লেখা থাকতো ' থেমে যাও' 'যাত্রা শুরু করো' দিনের বেলায় এই ব্যাবস্থা চালু থাকলেও রাতে শুধু কেরোসিন ল্যাম্পের সাহায্য লাল আর সবুজ আলো ব্যাবহার করা হত
এদিকে ১৯০৩ সালে ফোর্ড কোম্পানি প্রতিষ্ঠার পর আমেরিকায় মোটর গাড়ির সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যায় । জানজট বাড়তে থাকে । ট্রাফিক পুলিশের নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিলো। মিশিগানের ডেট্রোয়েট শহরের পুলিশ অফিসার উইলিয়াম এল.পটস এই সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিলেন । তিনি ট্রেনে লাগানো সিগন্যাল রাস্তায় বসানোর সিদ্ধান্ত নিলেন । সেসময় রেলের রাস্তায় স্বয়ংক্রিয় বাতি ব্যাবহার হত । কিন্তু রেলের সাথে রাস্তার ফারাক ছিলো একটি সোজা অন্যটি এঁকেবেঁকে চলে । পটস ট্রেন লাইনের ধূষর লাল সবুজ বাতি ব্যবহার করলেন এমনকি আরো কিছু ব্যায় করে বিদ্যুতের সাহায্য সিগন্যাল নিয়ন্ত্রণের ব্যাবস্থা করলেন তৈরি হল বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল । ১৯২০ সালে এটি বসানো হল ডেট্রয়েটের মিশিগান অ্যাভিনিউ এবং উডওয়ার্ড এ ।
প্রায় এক ই সময়ে ওহিওর ক্লিভল্যন্ড শহরের গ্যারেট মরগান নামে এক ব্যক্তি ট্রাফিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অনুভব করেন । গ্যারেট ছিলেন প্রথম আফ্রো আমেরিকান যার ক্লিভল্যন্ড শহরে অটোমোবিল এর ব্যাবসা ছিলো । গ্যারেট বৈদ্যুতিন স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি উদ্ভাবন করেন তার তৈরি বাতি দেখতে বর্তমান সময়ের ট্রেন ক্রসিং সিগন্যালের মত । এরপর প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ১৯৫০ সাল নাগাদ ট্রাফিক সিগন্যালে কম্পিউটার এর সংযোগ করা হয় ।।
No comments