Origin of YouTube- ইউটিউব এর জন্ম



2004 সাল তিন ছাত্র তার পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান PayPal  এখানে তাদের মধ্যে বেশ ভাল একটা বন্ধুত্ব তৈরি হয় ভাল চাকরি ভালো বেতন জম্পেশ কাটিয়ে দিতে পারতেন জীবনটা কিন্তু কাজ পড়াশোনার পাশাপাশি কোথাও যেন অপূর্নতাযাদের জীবনের উদ্দেশ্য উদ্ভাবন এবং নিজে উদ্যোগী হয়ে কিছু করা তারা কেন শুধু টাকার জন্যে অন্যের কাজ করে সময় ব্যয় করবে   তিন বন্ধুদের এই একটা কমন একটা জায়গা কিছু একটা করতে হবে একেবারে নিজেদের মতো করে কিন্তু কি করা যায়  ভেবে পাচ্ছিলেন না একসময় তাদের মধ্যে একটা যোগাযোগ এর দুরত্ব চলে আসে, সেই ইচ্ছা বাস্তবে রুপ পায়না তখনকার মত।  তারপর হুট করেই তাদের উপর একটা ধাক্কা এলো Ebay নিজেদের গতি বৃদ্ধি লক্ষ্যে কিনে নিলো PayPal কে।চাকরি হারাতে হলো তিনজনকেই, এখন উপায়?

 তারা তিনজন নড়েচড়ে বসলেন ভাবলেন যেহেতু চাকরি নেই তাই পুরনো পরিকল্পনা টা নিয়ে নতুন করে ভাবার এখনই সবচেয়ে উপযুক্ত সময় একদিন সময় নির্ধারণ করে তিনজনের মধ্যে এক বন্ধুর বাড়িতে বসে মিটিং করাকালীন এক এক জন তাদের নতুন নতুন আইডিয়ার পরিকল্পনা বলতে বলতে হঠাৎ তাদের মাথায় আসে একটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট তৈরি করলে কেমন হয়?

 শুরু হলো এটা নিয়ে রিসার্চ তারা দেখলেন ইন্টারনেটে বিভিন্ন বিষয়ে ভালো ভালো ওয়েবসাইট আছে কিন্তু ভিডিও শেয়ারিং এর জন্য খুব ভালো মানের কোন সাইট নেই, তাদের মার্কেট রিসার্চের ফলাফলে ইতিবাচক. সম্ভাবনা দেখলেন ভিডিও শেয়ারিং সাইট নিয়ে। 2005 সালের 14 ফেব্রুয়ারি প্রেম এর দিনে  youtube.com নামে DOMEN নিবন্ধন করে ফেলা হয় এর নাম করণের আইডিয়া নিয়ে এখনও অনেক রহস্য প্রচলিত কিন্তু কেউই প্রকৃত ঘটনা উদ্ধার করতে পারেননি এরপর কাজে নেমে গেলেন দুই কম্পিউটার প্রকৌশলী একজন ডিজাইন এক্সপার্ট

তিন বন্ধু মিলে শুরু করে দিলেন ওয়েবসাইট ডিজাইনের কাজ বারবার পরিবর্তন সংশোধন করে অবশেষে সুন্দর একটি ডিজাইন দাঁড়িয়ে গেল 23 এপ্রিল 2005 me at the zoo নামের প্রথম ভিডিওটি আপলোড হলো 19 সেকেন্ডের ভিডিওটি জাভেদ করিম নিজেই আপলোড করেন। বর্তমানে এটিতে 56  milion View আছে।
তারা ২০০৫ সালের মে মাসে YouTube এর পরীক্ষামূলক সংস্করণটি খোলেন। প্রথমে ইউটিউব ছিল একটি ডেটিং সাইট, পড়ে এটি ভিডিও শেয়ারের ওয়েবসাইট এ পরিনত হয়। এই ভার্সনটি খুব অল্পসময়য়ের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। দ্রুত বাড়তে থাকে এর ব্যাবহারকারিগন এর সংখ্যা, YouTube এর তিন প্রতিষ্ঠাতা হয়ত ভাবতেও পারেননি এর জনপ্রিয়তা এত তাড়াতাড়ি বেড়ে যাবে।যে কারনে YouTube কে ব্যবসার রুপ দেওয়াটা হয়ে উঠেছিল সময়ের দাবি। নিজেদের টাকায় শুরু করলেও এর ব্যাবহারকারিদের সংখ্যা অতিদ্রুত বেরে যাওয়ায় দরকার হয়ে পড়ল প্রচুর hosting space। ইউটিউব কে পরিক্ষামুলক থেকে পুরোপুরি উন্মুক্ত করে দিতে দরকার প্রচুর টাকার। কিন্তু কোথা থেকে আসবে টাকা? তারা ঘুরতে থাকেন বিনিয়গকারিদের দ্বারে দ্বারে। অবশেষে স্কুইয়া কাপিটালিস্ট বিনিয়গ করতে রাজি হয়। তারপর ২০০৫ সালে নভেম্বর মাসে ব্রডকাস্ট ইয়োরসেলফ স্লোগান দিয়ে বিশ্বব্যাপী উন্মুক্ত হয় ইউটিউব।
২০০৬ সালে সার্চ ইঞ্জিন জায়েন্ট google 165 কোটি ডলার এ কিনে নেয় YouTube কে ।

ইউটিউব এর অন্যতম উদ্যোক্তাদের একজন জাভেদ করিম  একজন বাংলাদেশী বংশোদ্ভূত বাবা নাইমুল ইসলাম একজন বাংলাদেশী গবেষক 1979 সালে জন্ম হয় জাভেদ করিমের 1993 সালে নাইমুল  সপরিবারে পাড়ি জমান আমেরিকায় সেখানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার প্রকৌশলবিদ্যায় পড়াশোনা করেন জাভেদ
ইউটিউব এর অন্য দুই প্রতিষ্ঠাতা চার্ড হার্লি এবং স্টিভ চ্যান প্রথম সিইও হিসেবে দায়িত্ব পালন করেন চার্ড হার্লি ।PayPal এর আসল লোগোটি চার্ড হার্লির তৈরি ছিল।চ্যান জন্মসূত্রে তাইওয়ান এর, ১৫ বছর বয়সে তারা সপরিবারে আমেরিকা চলে আসে। বাকি পড়াশোনা আমেরিকাতেই ২০০২ সালে প্রকৌশলবিদ্যায় গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন। বর্তমান এ চার্ডহার্লি এবং স্টিভ চ্যান দুজনে মিলে একটি নতুন ভিডিও ওয়েবসাইট খুলেছেন mixbit নামে।
Youtube নামটি কোথা থেকে এসেছে তা নিয়ে প্রতিষ্ঠাতাদের কেউ মুখ খোলেননি তবে ডোমেন নাম নিয়ে একটা বড়সড় মামলা সামলাতে হয়েছিল তাদের। utube.com নামে অন্য একটা ওয়েবসাইট ছিল universal থেকে YOU নিয়ে YOUTUBE নামকরণটি করেন। কিন্তু হুট করেই ইউটিউব এর জনপ্রিয়তা বেড়ে যাওয়ায়  তাদের এই সাইটে প্রচুর ভুল ইউজার যেতে শুরু করে। অবস্থা এমন যে এত বেশি ইউজার  ইউটিউব মনে করে তাদের সাইটে যাচ্ছে যে ওভারলোডের কারনে সাইট ডাউন হয়ে যেতো।  এর কারণে তা ইউটিউব এর বিরুদ্ধে তারা মামলা করে দেয় কিন্তু পরবর্তীতে এই অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে নিজের নাম পরিবর্তন করে ফেলেন এবং নতুন utubeonline.com

·         গুগুল এর পর সবচেয়ে বেশি মানুষ বিভিন্ন বিষয়ে জানতে ইউটিউবে সার্চ করেন। 
·         পৃথিবীর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ইউটিউব।
·         প্রতিমাসে ইউটিউব নিয়মিত ব্যবহার করেন প্রায় 2 বিলিয়ন মানুষ যা পুরো ইন্টারনেট দুনিয়ার অর্ধেক।
·         প্রতিদিন 30 মিলিয়নের বেশি মানুষ ইউটিউব দেখছে আর প্রতি মিনিটে প্রায় 300 ঘন্টা ভিডিও আপলোড হচ্ছে



1 comment:

Theme images by luoman. Powered by Blogger.